...

Abar Elo Maa Lyrics (আবার এলো মা) Rahul Dutta | Ankita Bhattacharya

Abar Elo Maa Song Lyrics

Abar Elo Maa Lyrics

Song: Abar Elo Maa

Singers: Rahul Dutta, Ankita Bhattacharyya

Tune: Rahul Dutta

Lyrics: Soham Majumdar

Abar Elo Maa Song has been sung by Rahul Dutta & Ankita Bhattacharyya. Music composed by Rahul Dutta. Lyrics written by Soham Majumdar. Abar Elo Maa Lyrics Bangla. Abar Elo Maa Song Lyrics. Abar Elo Maa Lyrics Rahul Dutta. Rahul Dutta Durga Puja Song Lyrics.

আবার এলো মা গানটি গেয়েছেন রাহুল দত্ত ও অঙ্কিতা ভট্টাচার্য। গানটির সুরকার হলেন রাহুল দত্ত। কথা লিখেছেন সোহম মজুমদার। আবার এলো মা লিরিক্স।

Abar Elo Maa Lyrics in Bengali:

রঙ্গিলা সাজে মেতেছে মন

হবে মা তোমার আগমন (×২)

পুজো পুজো গন্ধ এলো

ঢাকেতে ছন্দ এলো

বছর ঘুরে আবার এলো মা

আনন্দে সবাই মাতোয়ারা

শারদীয়া যেন ভালোবাসা

পুজো পুজো গন্ধ এলো

ঢাকেতে ছন্দ এলো

বছর ঘুরে আবার এলো মা

কাশের বনে লেগেছে শরৎ হাওয়া

সবার মনে জেগেছে চাওয়া পাওয়া

মাগো তোমার কারণে

বরণ ডালা সাজিয়ে তোমায় ডাকি

মাগো তোমার পথ চেয়ে বসে থাকি

আছে কে আর ভুবনে

দুর্গতিনাশিনী দু্র্গা মাতা

জগজ্জননী তুমি ত্রাতা

পুজো পুজো গন্ধ এলো

ঢাকেতে ছন্দ এলো

বছর ঘুরে আবার এলো মা

Leave a Comment

close