Dole Dodul Dole Jhulona Lyrics
Rearranged, Recorded, Mixed and Mastered by Nilanjn.
Vocals by :- Durnibar and Meenakshi.
Shot by Rajat.
Edited by :- Durnibar.
A Colored Zebra Production.
Dole dodul dole jhulona
Dole dodul dole jhulana
Dole krishno dole jhulona
Dole rai dole jhulona
Dole dodul nai tulona tulona
Dole dodul dole jhulona
Radharo odhore jage hashi
Kohiche deke shameri bashi
E logon rai bhulona
Dole shikhi pakha dole shukh shari
Moyuri dole prem obhishari
E rater nai tulona
E logon rai bhulona
Madhobo kohiche ogo radha
Tumi ami eki sure bandha
E badhon kobhu khulona
Dole Dodul Dole Jhulona Lyrics
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা,
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা
দোলে রাই দোলে ঝুলনা,
দোলে দোদুল নাই তুলনা তুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা।
রাধার অধরে জাগে হাসি
রাধার অধরে জাগে হাসি,
কহিছে ডেকে শ্যামেরও বাঁশি
কহিছে ডেকে শ্যামেরও বাঁশি,
এ লগন রাই ভুলনা আ..
দোলে দোদুল দোলে ঝুলনা,
দোলে দোদুল দোলে ঝুলনা।
সা নি পা, নি সা রে
নি সা গা রে মা গা পা
পা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা
দোলে শিখি পাখা, দোলে শুক-শারি
দোলে শিখি পাখা, দোলে শুক-শারি,
ময়ূরী দোলে প্রেম অভিসারী
ময়ূরী দোলে প্রেম অভিসারী,
এ রাতের নাই তুলনা
ও.. এ লগন রাই ভুলনা আ..
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা।
মাধব কহিছে ওগো রাধা
মাধব কহিছে ওগো রাধা,
তুমি আমি একই সুরে বাঁধা
ওগো তুমি আমি একই সুরে বাঁধা,
এ বাঁধন কভু খুলনা আ..
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা,
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা
দোলে রাই দোলে ঝুলনা,
দোলে দোদুল নাই তুলনা তুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে দোদুল দোলে ঝুলনা।