Ei Je Tomar Prem Lyrics
Song : Ei je tomar prem
Lyricist : Rabindranath Tagore
Label : Amara Muzik Bengali
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ,
এই যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ,
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ।।
এই যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ পরে,
এই যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ পরে,
এই যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ
হৃদয়হরণ,
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ।।
প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী, প্রাণে এসেছে,
প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী, প্রাণে এসেছে,
তোমারি মুখ ওই নুয়েছে
মুখে আমার চোখ থুয়েছে,
তোমারই মুখ ওই নুয়েছে
মুখে আমার চোখ থুয়েছে,
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ
হৃদয়হরণ।
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ,
এই যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ,
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ।।
এই যে তোমার প্রেম ওগো লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :
Ei Je Tomar Prem Lyrics
Ei je tomar prem
ogo hridayohorono
Ei je patay aalo nache sonar borono
Ei je modhur alosbhore
megh bhese jaay akash pore
Ei je baatas dehe kore
amritokhorono hridoyohorono
Probhat aalor dharay amar
nayan bheseche,
Ei tomari premer bani praane eseche
Tomari mukh oi nuyeche
mukhe amar chokh thuyeche,
Aamar hridoy aaj chuyeche tomari chorono
Also See Akashe Megh Jomeche Lyrics