Valobasha Tomar Ghore Lyrics
Song : Bhalobasha Tomar Ghore
Movie : Fire Esho Behula
Vocal & Tune : Abida
Lyrics : Arjun
Label : Agniveena
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক,
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
ইচ্ছেগুলো,
তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে
বুকের ভেতর তুমুল নাচুক,
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
চোখের কোণে যত্ন করে
জমিয়ে রাখা স্বপ্নগুলো,
নতুন করে বেঁচে উঠুক।
দু’চোখ ভরে দেখবে তখন
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ,
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ
আকাশ তোমার বাড়ছে কেমন,
সেই আকাশেই জন্ম নেয়ার
সূর্যটার আলো দেয়ার,
ইচ্ছে তোমার বুকের জমিন
তীব্র ভাবে স্পর্শ করুক।
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
ইচ্ছেগুলো,
তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে
বুকের ভেতর তুমুল নাচুক,
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
ভালোবাসা তোমার ঘরে লিরিক্স – আবিদা :
Valobasha Tomar Ghore Lyrics
Bhalobasa tomar ghore
Brishti hoye neme ashuk
Tomar icche gulo jyento hoye
Buker vetor tumul nachuk
Chokher kone jotno kore
Jomiye rakha shopno gulo
Notun kore beche uthuk
Duchokh bhore dekhbe tokhon akash
Akash tomar barche kemon
Sei akashe jonmo neyar
Surjotar aalo deyar
Icche tomar buker jomin
Tibro bhabe sporsho koruk